ইলেক্ট্রনিক মিডিয়ার পোর্টাল/ প্রিন্ট মিডিয়ার পোর্টাল/ অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য প্রাথমিক আবেদন

ভেরিফাইড আইডি দিয়ে আবেদন করুন

সেবা সংশ্লিষ্ট তথ্য
সেবা প্রদানের পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র ঃ

  • স্বত্ত্বাধিকারীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সনদপত্রের সত্যায়িত কপি (এস.এস.সি সনদসহ)।*
  • স্বত্ত্বাধিকারীর জাতীয় পরিচয় পত্রের কপি।*
  • স্বত্ত্বাধিকারীর সম্প্রতি তোলা ছবি ।*
  • স্বত্ত্বাধিকারীর টিআইএন/ই-টিআইএন সনদপত্রের সত্যায়িত কপি।*
  • স্বত্ত্বাধিকারী/প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স এর সত্যায়িত কপি ।*
  • স্বত্ত্বাধিকারী/প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা সংক্রান্ত ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৬ মাসের লেনদেনের বিবরণসহ)।*
  • ৩০০/- টাকার স্ট্যাম্পে হলফনামা ।*
  • স্বত্ত্বাধিকারীর পেশা সম্পর্কিত সনদপত্র।
  • স্বত্ত্বাধিকারীর সংবাদিকতা পেশায় অভিজ্ঞতা/প্রশিক্ষণ সংক্রান্ত প্রমাণক।
  • স্বত্ত্বাধিকারীর চারিত্রিক সনদপত্র।*
  • স্বত্ত্বাধিকারীর জন্মসনদ/জাতীয়তা সনদপত্রের সত্যায়িত কপি ।*
  • ডিএফপি মিডিয়া তালিকাভুক্তির প্রমাণক (প্রিন্ট মিডিয়ার অনলাইন পোর্টালের ক্ষেত্রে)।
  • তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র, বিটিআরসি এর ফ্রিকোয়েন্সি বরাদ্দ ও অন-এয়ারের প্রমাণক ইলেক্ট্রনিক মিডিয়ার ক্ষেত্রে)।
  • ডোমেইনের হালনাগাদ কপি।*
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

বিনামূল্যে

সেবা প্রদানের সময়সীমা
২১ কার্যদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.