বিদেশী মিশনারীর জন্য M/FM ক্যাটাগরি ভিসা প্রাপ্তির (নতুন) সম্মতি/ছাড়পত্র প্রদান প্রসঙ্গে
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্রঃ

  • ধর্মীয় প্রতিষ্ঠান/সংস্থার টিন সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
  • বিদেশী নাগরিক/নাগরিকগণের জীবন বৃত্তান্ত*
  • বিদেশী নাগরিক/নাগরিকগণের পাসপোর্টের কপি *
  • বিদেশী নাগরিক/নাগরিকগনের ভিসার কপি*
  • ধর্মীয় প্রতিষ্ঠান/সংস্থা কর্তৃক প্রদত্ত নিয়োগপত্র*
  • ধর্মীয় প্রতিষ্ঠান/সংস্থার প্যাডে অঙ্গীকারনামা ( বাংলাদেশের প্রচলিত ধর্ম, কৃষ্টি ও সংস্কৃতি বিরোধী কোনরূপ কর্মে লিপ্ত হবেন না, প্রতিষ্ঠান/সংস্থার বাহিরে তিনি কোন কনসালটেন্সি, ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক লাভজনক কাজে জড়িত হতে পারবেন না, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমতি ব্যতিরেকে নিজ কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না, এবং বাংলাদেশে অবস্থানকালীন সময়ে শুধুমাত্র ধর্মীয়/মিশনারী কাজে নিয়োজিত থাকবেন)*
  • বাংলাদেশের কোন উপজেলায় কি কাজে নিয়োজিত থাকবেন*
  • সরকার অনুমোদিত ধর্মীয় প্রতিষ্ঠান/সংস্থার প্যাডে আবেদন *
  • সরকার অনুমোদিত ধর্মীয় প্রতিষ্ঠান/সংস্থার সাথে আগত বিদেশি নাগরিকের চুক্তিপত্র*
সেবার ফি

বিনামূল্যে

সেবা প্রদানের সময়সীমা
৯০ কার্যদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.