জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের স্থাপনা ভাড়ার আবেদন
সেবা সংশ্লিষ্ট তথ্য
সেবা প্রদানের পদ্ধতি

ভাড়া সংক্রান্ত বিস্তারিত তথ্যঃ

১। শেখ রাসেল অডিটোরিয়াম - আসন সংখ্যা ১৯২

২। টিভি স্টুডিয়ো - আয়তন ২০৮০ বর্গফুট 

৩। বেতার স্টুডিয়ো - আয়তন ১৩২২.৬২ বর্গফুট

৪। সেমিনার কক্ষ- আয়তন ১০৮০ বর্গফুট ( আসন সংখ্যা ৭৫)

৫। সভাকক্ষ - আয়তন ১০৮০ বর্গফুট

৬। ডাবিং থিয়েটার - আয়তন ১৪৪০ বর্গফুট

৭। ডাবিং কন্ট্রোল রুম - আয়তন ১৬০ বর্গফুট

৮। শ্রেণিকক্ষ  (ছোট) - আয়তন ৪০০ বর্গফুট (আসন সংখ্যা ১৮)

৯। শ্রেণিকক্ষ  (মাঝারি) - আয়তন ৬০০ বর্গফুট (আসন সংখ্যা ২২)

১০।  শ্রেণিকক্ষ  (বৃহৎ) - আয়তন ১০৮০ বর্গফুট (আসন সংখ্যা ৪৮)

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

 ভাড়ার হার 

১। টিভি স্টুডিয়ো - ১৫০০০/- (পনেরো হাজার টাকা মাত্র) [ প্রতি শিফট ৮ ঘন্টা ]
২। বেতার স্টুডিয়ো - ১১৫০০/- (এগারো হাজার পাঁচশ টাকা মাত্র) [প্রতি শিফট ৮ ঘন্টা]
৩। সেমিনার কক্ষ - ৫০০০/- (পাঁচ হাজার টাকা মাত্র) [প্রতি শিফট ৮ ঘন্টা]
৪। সভাকক্ষ - ৫০০০/- (পাঁচ হাজার টাকা মাত্র) [প্রতি শিফট ৮ ঘন্টা]
৫। শ্রেণিকক্ষ ছোট - ১০০০/- (এক হাজার টাকা মাত্র) [প্রতি শিফট ৮ ঘন্টা]
৬। শ্রেণিকক্ষ মাঝারি - ১৫০০/- (এক হাজার পাঁচশ টাকা মাত্র) [প্রতি শিফট ৮ ঘন্টা]
৭। শ্রেণিকক্ষ বৃহৎ - ২০০০/- (দুই হাজার টাকা মাত্র) [প্রতি শিফট ৮ ঘন্টা]
৮। শেখ রাসেল অডিটোরিয়াম - ২০০০০/- (বিশ হাজার টাকা মাত্র) ( সরকারি) [প্রতি কর্মদিবস ৮ ঘন্টা]
৯। শেখ রাসেল অডিটোরিয়াম- ৩০০০০/- (ত্রিশ হাজার টাকা মাত্র) ( বেসরকারি) [প্রতি কর্মদিবস ৮ ঘন্টা]
১০। ডাবিং থিয়েটার - ১০০০০/- (দশ হাজার টাকা মাত্র) [প্রতি শিফট ৮ ঘন্টা]
১১। ডাবিং কন্ট্রোল রুম - ৩০০০/- (তিন হাজার টাকা মাত্র) [প্রতি শিফট ৮ ঘন্টা]

অডিটোরিয়াম ভাড়া সংক্রান্ত তথ্যঃ

১। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত সংস্থা প্রতি কর্মদিবসের ০৮ ঘন্টার জন্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা মাত্র এবং বেসরকারি সংস্থা/প্রতিষ্ঠান/ব্যক্তিকে প্রতি কর্মদিবসের ০৮ ঘন্টার জন্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা মাত্র ভাড়া পরিশোধ করতে হবে।

২।  নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় অডিটোরিয়াম ব্যবহার করতে হলে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অতিরিক্ত প্রতি এক ঘন্টার জন্য ২,০০০/-(দুই হাজার) টাকা এবং বেসরকারি প্রতিষ্ঠান/ব্যক্তির ক্ষেত্রে অতিরিক্ত প্রতি এক ঘন্টার জন্য ৩,০০০/-(তিন হাজার) টাকা হারে অতিরিক্ত ভাড়া দিবে। ধার্যযোগ্য ভ্যাটসহ সর্বমোট হিসাবের টাকা জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বরাবর পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আকারে জমা প্রদান করবে। 

৩। ব্যবহারকারী প্রতিষ্ঠান/ব্যক্তি কর্তৃক অডিটোরিয়াম ব্যবহারের পূর্বে জামানত বাবদ ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা নগদ অগ্রিম কর্তৃপক্ষের নিকট জমা রাখতে হবে। অডিটোরিয়াম ব্যবহার ও তাদের আনা সকল সামগ্রী অপসারণের পর কর্তৃপক্ষ কর্তৃক অবিলম্বে তা ফেরত দেয়া হবে। তবে বিকাল ০৫:০০ টার পর অনুষ্ঠান শেষ হলে পরের দিন তা ফেরত দেওয়া হবে।

সেবা প্রদানের সময়সীমা
৭ কার্যদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.