বেসরকারি মাদ্রাসার নিয়োগে ডিজি মহোদয়ের প্রতিনিধি মনোনয়ন আবেদন(মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর)
সেবা সংশ্লিষ্ট তথ্য
সেবা প্রদানের পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্রঃ

1. মাদ্রাসা নিজস্ব প্যাডে স্মারক , তারিখ , মোবাইল নং, ই-মেইল উল্লেখসহ প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত ও অনুস্বাক্ষরিত আবেদন পত্র । *
2. পদ শুন্য ঘোষণার রেজুলেশন এর প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত কপি। *
3. কর্মরত অবস্থায় সর্বশেষ মাসের এমপিও ও বেতন বিলের প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত কপি। *
4. শুন্য ঘোষিত হওয়ার পরবর্তী মাসের এমপিও ও বেতন বিলের সত্যায়িত কপি।(প্রতিষ্ঠান প্রধান কর্তৃক) *
5. ব্যাংক প্রদত্ত অনুত্তোলন (Non-Drawl) এর মূল কপি। *
6. নিয়োগ বোর্ড গঠন ও মহাপরিচালক মনোনীত প্রতিনিধি চেয়ে কমিটির রেজুলেশন । *
7. প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও এবং বেতন বিলের প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত কপি। *
8. প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত হালনাগাদ স্বীকৃতি/অধিভুক্তি এবং ম্যানিজিং কমিটি/ গভর্নিং বডি এর অনুমোদনের কপি। *
9. নিয়োগ সংক্রান্ত বিষয়ে আঞ্চলিক ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের কপি। (মূল পত্রিকা) *
10. নিয়োগ প্রদান যোগ্য পদের বিষয়ে কিংবা মাদ্রাসা কমিটি নিয়ে কোন মামলা নেই মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে হলফনামার কপি। (সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত) *
11. কর্মরত সকল শিক্ষক ও কর্মচারীর নাম, পদবি, বিষয়, এম.পি.ও ভুক্তির তারিখ ও স্বাক্ষরসণ পুর্ণাঙ্গ তালিকা। *
12. প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত পদ ভিত্তিক বৈধ প্রার্থিদের তালিকার কপি।*
13.গবেষণাগার/ ল্যাব সহকারি ক্ষেত্রে ল্যাব চালু থাকার  ইউএনও কর্তৃক প্রত্যয়ণ পত্র এবং বিজ্ঞান বিভাগ চালুর জিও এর কপি। *

14. কম্পিউটার ল্যাব অপারেটরের ক্ষেত্রে  উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার প্রত্যয়ন এবং কম্পিউটার ল্যাব স্থাপনের জিও এর কপি।

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

বিনামূল্যে

সেবা প্রদানের সময়সীমা
৩০ কার্যদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.