মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন (ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন - এসএফডিএফ)

সরকারি কর্মকর্তাদের জন্য প্রযোজ্য

সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

১। ই-নথির ইউজার আইডি ও পাসওর্য়াড দিয়ে আবেদন করতে হবে।
২। ছুটি গ্রহণের কারণ সংশ্লিষ্ট কাগজপত্র প্রদান করতে হবে।
৩। মহা হিসাবরক্ষণ অফিস কর্তৃক ছুটি প্রাপ্যতার সংক্রান্ত তথ্য সংযুক্ত করতে হবে।

সেবার ফি

বিনামূল্যে

সেবা প্রদানের সময়সীমা
৫ কার্যদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.