প্রবাসে আটক বাংলাদেশিদের দেশে প্রত্যাবাসনের জন্য আবেদন
সেবা সংশ্লিষ্ট তথ্য
সেবা প্রদানের পদ্ধতি
প্রবাসে কোন বাংলাদেশী আটক হলে বা কারাদণ্ড হলে অথবা আটকে পড়লে এবং তার আত্মীয়-স্বজন পররাষ্ট্রমন্ত্রণালয়ে কন্সুলার ও কল্যান অনুবিভাগ আটক ব্যক্তির সঠিক ও বিশদ পরিচয় বিবরণী( নাম-ঠিকানা ,পাসপোর্ট নম্বর, আটকের স্থান ও সম্ভাব্য টেলিফোন নম্বর ইত্যাদি) উল্লেখ পূর্বক আবেদনকারীর পূর্ণ ঠিকানা সহ পরিচালক বরাবর আবেদন করলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় স্বল্পতম সময়ে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করবে ।
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি
বিনামূল্যে
সেবা প্রদানের সময়সীমা
৫ কার্যদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.