পারিবারিক পেনশন (পেনশন মঞ্জুরির পূর্বেই সরকারি কর্মচারীর মৃত্যু হইলে) (টেলিযোগাযোগ অধিদপ্তর)

সরকারি কর্মকর্তাদের জন্য প্রযোজ্য

সেবা সংশ্লিষ্ট তথ্য
সেবা প্রদানের পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্রঃ

  • ছবি*
  • জাতীয় পরিচয়পত্র (আবেদনকারীর)*
  • কর্মচারীদের জন্য সার্ভিস বুক
  • অভিভাবক মনোনয়ন এবং অবসর ভাতা ও আনুতোষিক উত্তোলন করিবার জন্য ক্ষমতা অর্পণ সনদ (সংযোজনী-৭)*
  • উত্তরাধিকার সনদপত্র ও নন-ম্যারিজ সারটিফিকেট (সংযোজনী-৩)*
  • চিকিৎসক/ সিটি কর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মৃত্যু সনদপত্র*
  • নমুনা স্বাক্ষর এবং বাম হাতের পাঁচ আঙ্গুলের ছাপ*
  • না দাবী প্রত্যয়ন পত্র (সংযোজনী-৮)
  • প্রত্যাশিত শেষ বেতনপত্র /শেষ বেতনপত্র*
  • পারিবারিক পেনশন আবেদন ফরম ২.২ (সংযোজনী-৫)*
  • প্রতিবন্ধী সন্তানের (যদি থাকে) নিবন্ধন, পরিচয় পত্র ও মেডিকেল বোর্ডের সনদপত্র
  • NID (স্বামী/স্ত্রী/উত্তরাধিকারীগণের)*
  • চাকরি স্থায়ীকরণের/নিয়মিতকরণের আদেশ (উন্নয়ন প্রকল্প হইতে রাজস্ব খাতে স্থানান্তরিত, আত্মীকরণের মাধ্যমে যোগদানকৃত, এডহক ভিত্তিতে নিয়োগকৃতদের ক্ষেত্রে প্রযোজ্য)
  • জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন (উত্তরাধিকারী/উত্তরাধিকারীগণের বয়স ১৮ বৎসরের নিছে হইলে জন্ম সনদ এবং বয়স ১৮ বৎসরের উপরে হইলে জাতীয় পরিচয়পত্র)*
  • পিআরএল মঞ্জুরির অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে )
  • G.P.F*
  • অডিট ছাড়পত্র (অফিসারদের জন্য)
  • মামলা (অফিসারদের জন্য )
  • বিচার বিভাগীয় মামলা (অফিসারদের জন্য)
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

বিনামূল্যে

সেবা প্রদানের সময়সীমা
৭ কার্যদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.