বাংলাদেশ শিল্পকলা একাডেমির মিলনায়তন/ মাঠ/ নন্দনমঞ্চ/প্লাজা /গ্যালারী/মহড়া কক্ষ/ সেমিনার কক্ষ বরাদ্দ
সেবা সংশ্লিষ্ট তথ্য
সেবা প্রদানের পদ্ধতি

মহাপরিচালক বরাবর নির্ধারিত ফরমে অথবা একাডেমির ওয়েবসাইটে মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। আবেদন করার পর প্রাপ্যতা সাপেক্ষে বরাদ্দ দেওয়া হয়।

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

জাতীয় নাট্যশালার মূল হল নাটকের দলের জন্য ১শিফ্ট ভাড়া =৫,৭৫০/- (ভ্যাটসহ), এক্সপেরিমেন্টাল হল =৩,৪৫০/-, স্টুডিও হল =২,৩০০/- এবং অন্যান্য প্রতিষ্ঠান/সংগঠনের জন্য মূল হল ১শিফট ভাড়া =২৩,০০০/-(ভ্যাটসহ) মহড়া কক্ষ ও প্রশিক্ষণ কক্ষ সকাল ও বিকাল ১ শিফট ভাড়া ৩৪৫/- (ভ্যাটসহ) এবং সন্ধ্যার শিফট ভাড়া =৪৬০/- সভা কক্ষ সকাল, বিকাল ও সন্ধ্যা ১শিফট ভাড়া ৩৪৫/- সেমিনার কক্ষের ১শিফট ভাড়া নাটকের দলের জন্য =৪,০২৫/- (ভ্যাটসহ) এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য =১১৫০০/- (ভ্যাটসহ) সাংস্কৃতি প্রতিষ্ঠানের জন্য ভাড়া প্রতি শিফট ৮০০০/- সংস্কৃতিক প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য প্রতিষ্ঠান প্রতি শিফট ১২,০০০/- সকল ভাড়ার সাথে ১৫% ভ্যাট এবং ফেরতযোগ্য জামানত ৩০০০/- পরিশোধযোগ্য মহড়া কক্ষ সকাল শিফট: ৫০০/- বিকাল শিফট: ৬০০/- জাতীয় চিত্রশালা মিলনায়তন: সাংস্কৃতিক প্রতিষ্ঠানের জন্য প্রতি শিফট ৯২০০/- (ভ্যাটসহ) অন্যান্য প্রতিষ্ঠানের জন্য প্রতি শিফট ১৩,৮০০/- (ভ্যাটসহ) প্রতি ক্ষেত্রে জামানত ৩০০০/- সাংস্কৃতিক প্রতিষ্ঠানের জন্য চিত্রশালা প্লাজা ৬৯০০/-(ভ্যাটসহ) জামানত ৩০০০/- অন্যান্য প্রতিষ্ঠানের জন্য চিত্রশালা প্লাজা ১৭২৫০/-(ভ্যাটসহ)। জামানত ১০,০০০/-প্রদর্শনী গ্যালারীর ধরণ অনুযায়ী ৬০০০-৮০০০/- টাকা সকল ক্ষেত্রে জামানত প্রদান করতে হবে।

সেবা প্রদানের সময়সীমা
১০ কার্যদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.