প্রয়োজনীয় সংযুক্তি:
বিশেষ দ্রষ্টব্য:
১। ফাইলের সাইজ সর্বোচ্চ ০১ (এক) মেগাবাইট হওয়া বাঞ্ছনীয় ।
২। সংযুক্তিগুলো আপলোড শেষ না হওয়া পর্যন্ত অনুগ্রহ করে অপেক্ষা করুন ।
৩। সংযুক্তি অবশ্যই JPEG, JPG বা PNG ফরম্যাটে হতে হবে ।
৪। একটি এন.আই.ডি. দিয়ে একাধিক একাউন্ট ভেরিফাই করা সম্ভব নয় ।
৫। ভিন্ন ভিন্ন ডিগ্রির সত্যায়নের ক্ষেত্রে আলাদাভাবে আবেদন করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে।
৬। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বরের যে কোন একটির তথ্য আবেদন ফরমে আবশ্যিকভাবে লিপিবদ্ধ করতে হবে।
৭। এপোস্টিল পদ্ধতিতে সত্যায়িত সার্টিফিকেট পুনরায় সত্যায়ন/নোটারি করার প্রয়োজন নেই।
সেবা ফি:
ক) সার্টিফিকেট-এর প্রতি পৃষ্ঠা সত্যায়নের জন্য ২০০ টাকা ফি প্রদান করতে হবে।