এসিড আমদানির লাইসেন্স প্রাপ্তির আবেদন
সেবা সংশ্লিষ্ট তথ্য
সেবা প্রদানের পদ্ধতি

সংযুক্তিঃ

  • ৩০০/-(তিনশত) টাকা মাত্র এর নন জুডিশিয়াল স্ট্যাম্পে ‘সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা বরাবর প্রদত্ত ‘এসিড (আমাদানি, উৎপাদন, মজুদ, পরিবহন, বিক্রয় ও ব্যবহার) নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৪’ এর অধীন লাইসেন্সধারী ব্যতীত অন্য কারো নিকট এসিড বিক্রয় করা হবে না মর্মে ঘোষণা সম্বলিত সিকিউরিটি বন্ড এর কপি*
  • এসিড (আমদানি, উৎপাদন, মজুদ, পরিবহন, বিক্রয় ও ব্যবহার) নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৪ অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত এসিড আমদানির ছাড়পত্রের সত্যায়িত অনুলিপি*
  • ড্রাগ লাইসেন্সের সত্যায়িত অনুলিপি
  • ভ্যাট নিবন্ধনপত্রের সত্যায়িত ফটোকপি*
  • লাইসেন্স ফি হিসেবে অতিরিক্ত সচিব/যুগ্মসচিব, আইন ও শৃঙ্খলা অনুবিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা এর অনুকূলে যে কোন তফসিলী ব্যাংক ১,০০,০০০/-(এক লক্ষ ) টাকা এর ব্যাংক ড্রাফট/পে-অর্ডার প্রদানের কপি*
  • সর্বশেষ ২ (দুই) করবর্ষের আয়কর প্রত্যয়ন/ প্রাপ্তিস্বীকার পত্রের সত্যায়িত অনুলিপি*
  • হাইড্রোক্লোরিক এসিড ও সালফিউরিক এসিড আমদানির ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনাপত্তিপত্রের সত্যায়িত অনুলিপি
  • হালনাগাদ ট্রেড লাইসেন্স এর সত্যায়িত অনুলিপি*
  • হালনাগাদ ফায়ার লাইসেন্সের সত্যায়িত অনুলিপি*
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

বিনামূল্যে

সেবা প্রদানের সময়সীমা
১০ কার্যদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.