নতুন রিক্রুটিং লাইসেন্সের জন্য আবেদন
সেবা সংশ্লিষ্ট তথ্য
সেবা প্রদানের পদ্ধতি

আবেদনপত্র গ্রহন >> প্রয়োজনীয় কাগজপত্রের প্রাথমিক যাচাই বাছাই >> তদন্ত কর্মকর্তা নিয়োগ >> তদন্ত কার্যক্রম পরিচালনার বিষয়ে সেবাগ্রহীতাকে অবহিতকরণ।

প্রয়োজনীয় কাগজপত্রঃ

  • অফিসের অভ্যন্তরীণ ফ্লোর লে-আউট প্ল্যান *
  • অফিসের আইটি সুবিধাসহ আসবাবপত্রের তালিকা *
  • অফিসের জায়গা/ফ্লোর ভাড়া নেয়া হলে ভাড়া পরিশোধের রশিদ *
  • প্রতিষ্ঠানটি অংশীদারী কারবার হলে ‘অংশীদারী আইন ১৯৩২’ অনুযায়ী ২,০০০/- (দুই হাজার) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সকল অংশীদারগণের সাক্ষর সম্বলিত অংশীদারী কারবার দলিল; যা নোটারি পাবলিক কর্তৃক সত্যায়িত হবে *
  • প্রতিষ্ঠানটি প্রাইভেট কোম্পানি হলে ‘কোম্পানি আইন ১৯৯৪’ অনুযায়ী আর্টিকেল্স অব এসোসিয়েশনের সত্যায়িত অনুলিপি *
  • প্রতিষ্ঠানটি প্রাইভেট কোম্পানি হলে ‘কোম্পানি আইন ১৯৯৪’ অনুযায়ী মেমোরেন্ডাম অব এসোসিয়েশনের সত্যায়িত অনুলিপি *
  • প্রতিষ্ঠানের পক্ষে যেকোন দলিলে স্বাক্ষর করার ক্ষমতা রাখেন (প্রস্তাবিত রিক্রুটিং এজেন্ট; যার নামে লাইসেন্স বই ইস্যু হবে) তার নাম, পেশা, ঠিকানা, নমুনা স্বাক্ষর ও ছবিযুক্ত ঘোষণাপত্র (Declaration Letter) *
  • প্রস্তাবিত প্রতিষ্ঠানটি ব্যক্তি মালিকানা হলে স্বত্বাধিকারীর এবং প্রস্তাবিত প্রতিষ্ঠানটি প্রাইভেট কোম্পানি বা অংশীদারী প্রতিষ্ঠান হলে প্রত্যেক পরিচালক/অংশীদারের TIN সহ সর্বশেষ ০২ অর্থবছরের আয়কর প্রত্যয়পত্র ও রিটার্নের সত্যায়িত অনুলিপি *
  • প্রস্তাবিত প্রতিষ্ঠানটি ব্যক্তি মালিকানা হলে স্বত্বাধিকারীর এবং প্রস্তাবিত প্রতিষ্ঠানটি প্রাইভেট কোম্পানি বা অংশীদারী প্রতিষ্ঠান হলে প্রত্যেক পরিচালক/অংশীদারের জাতীয় পরিচয়পত্রের কপি *
  • প্রস্তাবিত প্রতিষ্ঠানটি ব্যক্তি মালিকানা হলে স্বত্বাধিকারীর এবং প্রস্তাবিত প্রতিষ্ঠানটি প্রাইভেট কোম্পানি বা অংশীদারী প্রতিষ্ঠান হলে প্রত্যেক পরিচালক/অংশীদারের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের কপি *
  • প্রস্তাবিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণের জাতীয় পরিচয়পত্র *
  • প্রস্তাবিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণের নিয়োগপত্র *
  • প্রস্তাবিত রিক্রুটিং এজেন্সির নাম ও ঠিকানায় ট্রেড লাইসেন্সের সত্যায়িত অনুলিপি *
  • বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স ও আচরণ) বিধিমালা, ২০১৯-এর ৩ নং ধারার (চ) উপধারা অনুয়ায়ী ৩০০/- (তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত অঙ্গীকারনামা *
  • বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩-এর ৯(২) ধারার (চ) উপধারা অনুযায়ী ৩০০/- (তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত হলফনামা *
  • ইতঃপূর্বে বিএমইটি থেকে ইস্যুকৃত প্রস্তাবিত রিক্রুটিং লাইসেন্সের নামের অনুমোদনের কপি *
  • প্রতিষ্ঠানটি অংশীদারী কারবার হলে ‘অংশীদারী আইন ১৯৩২’ অনুযায়ী প্রতিষ্ঠানের ইনকর্পোরেশন সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি *
  • প্রতিষ্ঠানটি প্রাইভেট কোম্পানি হলে ‘কোম্পানি আইন ১৯৯৪’ অনুযায়ী কোম্পানির ইনকর্পোরেশন সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি *
  • প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের নাম, পদবী, মোবাইল নম্বর, ইমেইল নম্বর, স্বাক্ষর ও ছবিযুক্ত তালিকা *
  • প্রস্তাবিত প্রতিষ্ঠানটি ব্যক্তি মালিকানা হলে স্বত্বাধিকারীর এবং প্রস্তাবিত প্রতিষ্ঠানটি প্রাইভেট কোম্পানি বা অংশীদারী প্রতিষ্ঠান হলে প্রত্যেক পরিচালক/অংশীদারের ছবিসহ জীবন বৃত্তান্ত *
  • প্রস্তাবিত প্রতিষ্ঠানটি ব্যক্তি মালিকানা হলে স্বত্বাধিকারীর এবং প্রস্তাবিত প্রতিষ্ঠানটি প্রাইভেট কোম্পানি বা অংশীদারী প্রতিষ্ঠান হলে প্রত্যেক পরিচালক/অংশীদারের আর্থিক স্বচ্ছলতার প্রমাণস্বরূপ বিগত বছরের ব্যাংক হিসাব বিবরণী *
  • প্রস্তাবিত প্রতিষ্ঠানটি ব্যক্তি মালিকানা হলে স্বত্বাধিকারীর এবং প্রস্তাবিত প্রতিষ্ঠানটি প্রাইভেট কোম্পানি বা অংশীদারী প্রতিষ্ঠান হলে প্রত্যেক পরিচালক/অংশীদারের পাসপোর্টের কপি *
  • প্রস্তাবিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণের ছবিসহ জীবন বৃত্তান্ত *
  • প্রস্তাবিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণের নিম্নবর্ণিত তথ্যাদি *
  • প্রস্তাবিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট *
  • বিদেশ গমনেচ্ছু কর্মীদের পেশাগত যোগ্যতা যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানের কারিগরি জ্ঞান দক্ষতা সম্পন্ন কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতা ও কারিগরি দক্ষতার সনদ *
  • বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স ও আচরণ) বিধিমালা, ২০১৯-এর তফসিল-২ এ বর্ণিত ফরম-১ অনুযায়ী আবেদন *
  • মালিকানার দলিল/ অফিস ভাড়ার চুক্তিপত্র *
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

ই চালানের মাধ্যমে ৫০০ টাকা এবং ভ্যাট ৭৫ টাকা সমেত মোট ৫৭৫টাকা প্রদান করতে হবে

সেবা প্রদানের সময়সীমা
১৫ কার্যদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.